বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী আটক

By Meherpur News

May 07, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ গ্রাম হেরোইন সহ জুন্টু মিয়া ও হৃদয় মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে জুন্টু হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার জুন্টু মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর শিশিরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে এবং হৃদয় একই এলাকার রাশিদুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ইন্সপেক্টর গোপাল এর নেতৃত্বে ডিবি সদস্যরা শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে জুন্টু ও হৃদয়কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।