বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী আটক

By Meherpur News

May 14, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন সহ আবুল বাশাদ এবং ইকরামুল হক নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা শালিকা গ্রাম থেকে আবুল বাশাদ এবং ইকরামুল গ্রেপ্তার করা হয়। আটক আবুল বাশাদ দক্ষিণ সালকা ফিল্ডপাড়া গ্রামের মাতম আলীর ছেলে এবং ইকরামুল শালিকা ক্লাব পাড়ার খেদের আলীর ছেলে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র অফিসার ইনচার্জ গোপালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দক্ষিণ শালিকা বাগানপাড়া তাহাজ্জুদের বাড়ি পূর্ব দিক থেকে আবুল বাশাদ এবং ইকরামুল আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হিরোইনের উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।