বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হোটেল ও ফল ব্যাবসায়ীদের জরিমানা

By মেহেরপুর নিউজ

August 28, 2016

মেহেরপুর নিউজ, ২৮ আগষ্ট: মেহেরপুর শহরে নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি হোটেল ব্যাবসায়ীকে এবং মেয়াদ উত্তীর্ন খাদ্য পণ্য রাখার দায়ে তিন ফল ব্যাবসায়ীর নিকট থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দেলওয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। দন্ডদেশপ্রাপ্তদের মধ্যে শহরের বাসষ্টান্ড এলাকার হোটেল ব্যাবসায়ী বাবু, কবিরুল ও টিটুর নিকট থেকে ২শ টাকা করে এবং ফল ব্যাবসায়ী জাহিদের ৫শ টাকা এবং জাহাঙ্গীর ও বিল্লালের ২ শ টাকা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ন খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের নিকট জরিমানা আদায় করা হয়।