খেলাধুলা

মেহেরপুরে হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 31, 2022

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।

জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া বটতলা একাদশ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। দিনের প্রথম খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১৩-২ গোলে চাঁদবিল শেরেবাংলা ক্লাবকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের পক্ষে শাহিন ৬ টি শিশির ৩টি অমল ও উজ্জ্বল ২টি করে গোল করেন। চাঁদবিল শেরেবাংলা ক্লাবের মহব্বত দুটি গোল পরিশোধ করেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ৭-১ গোলে ছহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন কে পরাজিত করে। খেলায় জোড়পুকুরিয়ার পক্ষে তানভীর ২টি, শান্ত, ইমন, মিরাজ, সাজেদুল, শাহরিয়ার ১টি করে গোল করেন। ছহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের নিরব একটি গোল পরিশোধ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হলো ফাহাদ যুব স্পোর্টিং ক্লাব, কামদেবপুর সীমান্ত ক্লাব, বন্দর আগমনী যুব ক্লাব এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়।