মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় ক্রিয়েটিভ ক্রীড়া চক্রকে ৮ উইকেটে পরাজিত করেছে একতা সংঘ ক্রীড়া চক্র। বিজয়ী দলের রকি ৩ উইকেট দখল করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেছে উপ কমিটি। আজ মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ক্রিয়েটিভ ক্রীড়া চক্র ১৬ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাহারুল সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে। জবাবে,বিরতীর পর একতা সংঘ ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ১১ওভার ৩ বল খেলে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিলন সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে।