খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেটে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ৯উইকেট জয়ী

By মেহেরপুর নিউজ

February 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের থেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ৯ উইকেটে জয়লাভ করেছে। বিজয়ী দলের অলরাউন্ডার ক্রিকেটার নারায়ন ৩০ রান এবং ৩ উইকেট সংগ্রহ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আজকের খেলার প্রথমার্ধে স্বাধীন বাংলা ক্রীড়াচক্র ব্যাট করতে নেমে ২৪ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে জীবন। তার সংগ্রহ ২৪ । জবাবে ৮৫ রানের টা্র্গেটে খেলতে নেমে চাঁদবিল শেরে বাংলা ক্লাব মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভার ৫ বল খেলে জয়ের লক্ষে  পৌছে যায়। তারা সংগ্রহ করে ৮৮ রান। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে ইয়ারুল। তার সংগ্রহ ৪৬ রান।