এক ঝলক

মেহেরপুরে ১০ কেজি কাঁচা মরিচ বিক্রি করে এক কেজি পেঁয়াজ

By মেহেরপুর নিউজ

November 23, 2019

মেহেরপুর নিউজ: 

মেহেরপুরে পিয়াজের দাম তুলনামূলক ভাবে না কমলেও কাঁচামরিচের দাম কমে যাওয়ার কারণে চাষীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

শনিবার ১০ কেজি কাঁচা মরিচ বিক্রি করে এক কেজি পেঁয়াজ কেনার ঘটনা ঘটেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পিঁয়াজ বাংলাদেশে প্রবেশ করলেও শনিবার বিকালে মেহেরপুরের বাজারে পেঁয়াজ ২শ টাকা থেকে ২শ ২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতার পাশাপাশি মেহেরপুরে কাঁচামরিচের দাম ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে। শনিবার বিকেলে মেহেরপুর বড়বাজারে ১৮ থেকে কুড়ি টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

শনিবার বিকেলে জনৈক চাষী ১০ কেজি কাঁচা মরিচ বিক্রি করে এক কেজি পেঁয়াজ কিনতে দেখা গেছে। স্থানীয় আড়তদাররা জানান, বাজারে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ার কারণে হঠাৎ করে দাম কমে গেছে পাশাপাশি পেঁয়াজ আমদানি কম থাকায় দাম আগের মতোই রয়েছে।