কৃষি সমাচার

মেহেরপুরে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

By মেহেরপুর নিউজ

July 20, 2017

মেহেরপুর নিউজ,২০ জুলাই: মেহেরপুর ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেহেরপুর শহীদ ড. সামসুজ্জাহা পার্কে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ যোৗথভাবে মেলা আয়োজন করেছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ফলদ, বনজ ও ঔষধী জাতীয় বৃক্ষ স্থান পেয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অন্যদেও মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সদও উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, বিএটিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদার প্রমুখ। এদিকে সকাল থেকে প্রতিকুল পরিবেশ বিরাজ করায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেই ফিতা কেটে ১০ দিন ব্যপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।