বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১৭ হাজার প্রদিপ জ্বেলে পালন করা হবে জাতির জনকের জন্ম দিন

By মেহেরপুর নিউজ

March 11, 2010

নিউজ ডেস্ক মেহেরপুর জেলার ইতিহাসে এই প্রথমবারে মত মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যেগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবনদ্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিন ১৭ হাজার প্রদিপ জ্বেলে পালন করা হবে। ১৭ মার্চ রাত ৮ টায় মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে ১৭ হাজার মোমবাতি জ্বালিয়ে মোমবাতি সাজিয়ে লেখা হবে জাতির জনকের জন্মদিনের শুভেচ্ছা বানী। এছাড়াও সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,জন্ম দিনের বর্ণাঢ্য র‌্যালী , রক্তদান ,সনদ্ধায় আলোচনা সভা এবং সবশেষে প্রদিপ প্রজ্জলন। আর এইসব আয়োজন করেছে মেহেরপুরের সুযোগ্য জেলা প্রশাসক জামালউর্দ্দীনের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসন। সহযোগীতা করছে মেহেরপুরের সব শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এদিকে গতরাতে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে মোমবাতি জ্বালিয়ে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ,এনডিসি অবিদিয় মার্ডি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহউর্দ্দীন আবলু।