রাজনীতি

মেহেরপুরে ১৮ দলীয় জোটের হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

April 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের মুক্তি এবং তত্বাবধায়ক সরকারে পূনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশে ৩৬ ঘন্টার  হরতালের ২য় দিন মেহেরপুর জেলার ৩ উপজেলায় পালিত হয়েছে। তবে সাভারে ভবন ধসের  শতাধীক মানুষ মারা যাওয়ায় বিকাল ৩ টা থেকে হরতাল প্রত্যাহার করে নয়ে বিএনপি। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ ছিলো আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো মেহেরপুর থেকে ছেড়ে যায়নি। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমনসহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। তবে হরতালের ২ দিনে মেহেরপুর জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্রেখ্য, ২১ এপ্রিল রোববার বিএপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. মোশাররফ হোসেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের মুক্তি এবং তত্বাবধায়ক সরকারে পূনর্বহালের দাবিতে মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩৬ ঘন্টা হরতালের ঘোষনা দেন।