রাজনীতি

মেহেরপুরে ১৮ দলীয় জোটের হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

May 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: বিরোধী দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি  এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ আছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছেড়ে যায়রি মেহেরপুর থেকে। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের‌্যাবের টহল জোরদার করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান,যে কোনো সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। উল্লেখ্য,শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ হরতালের ঘোষণা দেন।