বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১৮ দলীয় জোটের হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

March 27, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম ২৭ মার্চ:

আইন শৃংখলা বাহিনীর সর্তক অবস্থান ও কঠোর নিরাপত্তার  মধ্য দিয়ে  বিএনপি নেতৃত্বধীন ১৮ দলী জোটের দেশব্যাপী ডাকা টানা ৩৬ ঘন্টা  হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে । হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। সকালে ছেড়ে যায়নি কাঁচামাল বহনকারী কোন ট্রাক। আভ্যন্তরিণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে । তবে শহরে রিকসা, ভ্যান, ইজিবাইক, টেম্পু, আলগামন, আলমসাধু,করিমন,নছিমন সহ সরকারী এবং ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালের সমর্থনে মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর সংবাদ  পাওয়া যায়নি।শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতালকে সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টা হরতালেরডাক দেন।