তথ্য প্রযুক্তি

মেহেরপুরে ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

By মেহেরপুর নিউজ

March 21, 2019

মেহেরপুর নিউজ,২১ মার্চ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ মেলার শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম বিজয়ী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম। এর আগে মেলার অতিথিসহ বিচারকরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্ভাবকদের সাথে কথা বলেন। মেলায় স্কুল পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ২য়। কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় মেহেরপুর সরকারী মহিলা কলেজ প্রথম, পৌর ডিগ্রি কলেজ দ্বিতীয় স্থান । জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে মাধ্যমিক পর্যায়ে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রথম, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২য়, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলেজ পর্যায়ে মেহেরপুর পৌর ডিগ্রি ১ম স্খান, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২য় স্থান এবং মেহেরপুর সরকারী কলেজ ৩য় স্থান অর্জন করেছে। মেলায় মোট ২০ টি স্টল স্থান পেয়েছে।