ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে “২০২১ সালে আমার স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক এক রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা

By মেহেরপুর নিউজ

October 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ অক্টোবর: মেহেরপুরে “২০২১ সালে আমার স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক এক রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রত্যাশা ২০২১ ফোরাম’র উদ্যোগে শিশু ও কিশোরদের নিয়ে এ  রাচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যাশা ২০২১ ফোরামের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মাসুদ শাহিন, মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমীন, সাংবাদিক তোজাম্মেল আযম, শিল্পকলার সঙ্গীত প্রশিক্ষক শাফিনাজ আরা ইরানি, চারুকলা প্রশিক্ষক গোলাম মোস্তফা, প্রতিযোগীতার আহবায়ক শামিম জাহাঙ্গীর সেন্টু । প্রতিযোগীতায় মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধীক শিশু কিশোররা তাদের ভাবনায় স্বপ্নের বাংলাদেশকে ফুটিয়ে তোলে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার মধ্যে দিয়ে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু।