রাজনীতি

মেহেরপুরে ২০ দলীয় জোটের ২ কর্মী-সমর্থক আটক ।। হরতাল চলছে ঢিলেঢালাভাবে

By মেহেরপুর নিউজ

February 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ ফেব্রুয়ারিঃ

২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল-অবরোধ এ নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা ২০ দলীয় জোটের কর্মী-সমর্থক বলে জানিয়েছে মেহেরপুর পুলিশ। আজ শনিবার দুপুরে ১৫১ ধারায় তাদেরকে আটক দেখিয়ে আদালতে হাজির করা বলে জানিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানা পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে আটক করে।

এদিকে মেহেরপুরে চলছে ঢিলেঢালা হরতাল। পুলিশী প্রহরায় চলছে দুরপাল্লার ও আভ্যন্তরিণ রুটের বাস। দোকানপাট খোলা রয়েছে স্বাভাবিক সময়ের মত। অফিস আদালতে উপস্থিতি রয়েছে স্বাভাবিক। শহরে চলছে ইজিবাইক,নছিমন.করিমন,আলগামন,করিমন,আলমসাধু,রিকসা,ভ্যান,মোটরসাইকেলসহ ব্যক্তিগত ও অফিসিয়াল যানবাহন । শহরে যেকোন ধরনের নাশকতা এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।