বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে ২১ তম টিকা দিবসের কার্যক্রম শুরু

By মেহেরপুর নিউজ

December 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর:

সারাদেশের ন্যায় মেহেরপুরেও ২১ তম জাতীয় টিকা দিবসের টিকা খাওয়ানো কার্যক্রম শুর হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন ডা. আবদুস শহীদ কয়েকটি শিশুর মুখে টিকা তুলে দিয়ে জেলা পর্যায়ে জাতীয় টিকা দিবসের উদেআধন করেন। সময় ইপিআই সুপার আব্দুস সালাম সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে  মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান কযেকটি শিশুর মুখে টিকা তুলে দিয়ে উপজেলা পর্যায়ে জাতীয় টিকা দিবসের উদ্ভোধন করেন।

উল্লেখ্য,এবারের টিকা দিবসে জেলা পর্যায়ে ৪’শ ৮৯টি (অতিরিক্তসহ) ইপিআই সেন্টারের মাধ্যমে ২ হাজার ৪’শ ৪৫ জন স্বেচ্ছাসেবক ০ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৬১ হাজার ৫’শ ৪৯ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এর মধ্যে , মেহেরপুর সদর উপজেলায় ১৯ হাজার ৪৮৮ জন, মুজিবনগর উপজেলায় ৮ হাজার৬’শ , গাংনী উপজেলায় ৩০ হাজার ২’শ ৫০এবং পৌর এলাকায় ৩ হাজার ২’শ ১১জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।