ফুটবল

মেহেরপুরে ২৪ আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সূচনা

By মেহেরপুর নিউজ

August 22, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে আগামী ২৪ আগস্ট থেকে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সূচনা করা হবে। মেহেরপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ১৬ টি ক্লাব বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করছে।২৪ আগস্ট বাঁশবাড়িয়া ফুটবল একাদশ এবং সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সানঘাট একে অপরের সাথে মোকাবেলা করবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো উক্ত একাদশ, ছত্রগাছা নারায়ন সংঘ, মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব,হিজলবাড়িয়া ফুটবল একাদশ, চাঁদবিল শেরেবাংলা ক্লাব, বুড়িপোতা ফুটবল একাদশ, পোড়াদহ ফুটবল একাদশ, হাড়াভাঙ্গা ফুটবল একাদশ, আমঝুপি ফুটবল একাদশ, মাজদিয়া ফুটবল কল্যাণ সমিতি, গাংনী থানা ফুটবল একাদশ, নাজিরাকোনা ফুটবল একাদশ, চৌগাছা ইয়াংস্টার এবং হরিরামপুর ফুটবল একাদশ।