বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২৭ সংগঠনের ডাকা হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

April 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ এপ্রিল: হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতে ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৭ সংগঠনের ডাকা হরতাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মেহেরপুর জেলার ৩ উপজেলায় শুরু হয়েছে।

হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্দ্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা,ভ্যান,ইজিবাইক,নছিমন,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্রেখ্য,হেফাজতের লংমার্চ প্রতিহত করতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৭টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন সারাদেশব্যাপী এই হরতালের ডাক দেয়। এতে সমর্থন দিয়েছে বামপন্থি রাজনৈতিক দলগুলো। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে এ হরতাল। চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।