বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ২ দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

By Meherpur News

May 05, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন।

সোমবার সকাল ৯ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলা জজ কোর্টের কর্মচারীদের কর্মবিরতি পালন চলাকালীন সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আহসানুল হক, পিপি সাইদুর রাজ্জাক টোটন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপদেষ্টা ওসমান গনি, শফিকুল ইসলাম, বেদোরা বাবলি, জাকির হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল মোতালিব, ইউসুফ আলী, সালমা খাতুন, জুলেকা খাতুন, আসাদুজ্জামান, রাসেল পারভেজ প্রমুখ।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয়, অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের আলোকে বেতন ভাতা প্রদান করা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালতে ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলুপ্তি করে যুগ উপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করার দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীরা।