খেলাধুলা

মেহেরপুরে ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 03, 2022

মেহেরপুর নিউজ :

ইউনিসেফ এর উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠের ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে মেয়ে ছেলেদের ফুটবল খেলা এবং ১ শ মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনিসেফের প্রতিনিধি শর্মিলা আহমেদ ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার নিজেদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চৌকস গার্ল গাইডস এর একটি সুসজ্জিত দল প্যারেড প্রদর্শন করে।এসময় ইউনিসেফ প্রতিনিধি প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।