বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩টি উপজেলায় ৭৭ জন এসএসসি সমমান পরীক্ষার্থী অনুপস্থিত

By মেহেরপুর নিউজ

November 14, 2021

মেহেরপুর নিউজ:

এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ১ম দিনে মেহেরপুর জেলার ৩টি উপজেলায় ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

রবিবার অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে মেহেরপুর জেলার ১৩ কেন্দ্রে এসএসসি ১৪ জন। দাখিল পরীক্ষা দুটি কেন্দ্রে ২১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ৩ টি কেন্দ্রে ৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।

জানাগেছে মেহেরপুর জেলায় এবার এসএসসি পরীক্ষার ১ম দিন পদার্থবিজ্ঞান পরীক্ষায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জনের মধ্যে ২ জন।আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭০ জনের মধ্যে ১ জন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ১৭৬ জনের মধ্যে ২ জন। গাংনী সরকারি মাধ্যমিক বালিকা কেন্দ্রে ১৫০ জনের মধ্যে ১জন। বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে১২৫ জনের মধ্যে ৩ জন। জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭জনের মধ্যে ১ জন। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০ জনের মধ্যে ১ জন।সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩১ জন। বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭৬ জন। বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬ জনের মধ্যে ১ জন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জনের মধ্যে ১জন। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১১ জনের মধ্যে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এদিকে এসএসসি দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্র ৫৫৭ পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৭৪ জনের মধ্যে ২০জন।এবং গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ জনের মধ্যে ১জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মেহেরপুর জেলায় ৩টি কেন্দ্রে ১১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জল পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। প্রথম দিন পদার্থবিজ্ঞান-২ মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৫১জনের মধ্যে ৮ জন,গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৫৩৮ জনের মধ্যে ২৩ জন এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৬ জনের মধ্যে ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।