শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ

By মেহেরপুর নিউজ

January 25, 2016

মেহেরপুর নিউজ, ২৫ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের পৃষ্ঠপোষকতায় তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলায় বিতর্ক, উপস্থিত বক্তৃতা বিজয়ী এবং মেলায় প্রকল্প বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গাজী মো: রফি, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী ।বক্তব্য রাখেন সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, মোহাম্মদ নুর এ আলম প্রমুখ।

পরে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় জুনিয়র গ্রুপে প্রকল্প পরিদর্শনে সরকারী বালিকা বিদ্যালয়ে প্রথম, সরকারী বালক উচ্চ বিদ্যালয় ২য় এবং জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ তৃতীয় । সিনিয়র গ্রুপে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ ১ম , মেহেরপুর সরকারী কলেজ ২য় এবং সরকারী টেকনিক্যাল স্কুল ৩য় স্থান অর্জন করে।