তথ্য প্রযুক্তি

মেহেরপুরে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত

By মেহেরপুর নিউজ

March 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সরকারী মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলম,প্রভাষক খসরু ইসলাম,সহকারী কমিশনার রাজিবুল আলম, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী প্রমুখ। পরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ও ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিতর্ক প্রতিযোগীতায় জুনিয়র গ্রæপে সন্ধানী স্কুল এন্ড কলেজ প্রথম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২য় এবং সিনিয়র গ্রæপে সরকারী মহিলা কলেজ ১ম , সরকারী কলেজ ২য় স্থান লাভ করেছে। প্রকল্প প্রদর্শনীতে সিনিয়র গ্রæপে ১ম ও ৩য় সরকারী মহিলা কলেজ এবং ২য় সরকারী কলেজ, জুনিয়র গ্রুপে সরকারী বালিকা বিদ্যালয় ১ম ও ৩য় এবং সরকারী বালক বিদ্যালয় ২য় স্থান লাভ করে।