ক্রিকেট

মেহেরপুরে ৩ দিনের প্রীতি টেষ্ট ম্যাচের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 06, 2019

মেহেরপুর নিউজ: মেহেরপুর মমতা ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর সরকারী কলেজ মাঠে ৩ দিনের প্রীতি টেষ্ট ম্যাচের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মমতা ক্রিকেট একাডেমীর পরিচালক মেহেদী হাসান খেলার উদ্বোধন করেন। মেহেরপুর মমতা ক্রিকেট একাডেমী ও ঢাকা ক্রিকেট একাদশ ৩ দিনের প্রীতি টেষ্ট সহ ৫ টি একদিনের ম্যাচে উভয়দল অংশ নেবে।

৩ দিনের প্রীতি টেষ্ট ম্যাচে টস জিতে মমতা ক্রিকেট একাডেমী ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।