আইন-আদালত

মেহেরপুরে ৩ ব্যবসায়ীসহ ৪ জনের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

December 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ডিসেম্বর: প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করা ও ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দু’ব্যবসায়ী ও এক ভাটা মালিকের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকালের দিকে সদর উপজেলার রাজাপুর ও বারাদি বাজারে এ অভিযান চালানো হয়। মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রাজাপুরের বদরুলের ইটভাটায় অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর দায়ে ৫ হাজার এবং প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করায় বারাদি বাজারের ২ ব্যবসায়ীর নিকট থেকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাট অধিদপ্তরের পরিদর্শক মহাসিন সিকদার উপস্থিত ছিলেন।

অপরদিকে গাঁজা রাখার দায়ের লিটন নামের এক যুবকের ৬ মাস জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরিফ হোসেনের ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধ্যায় তিনি এ আদেশ দেন। এর আগে মেহেরপুর সদর ফাড়ির এটিএসআই মজিবর রহমান বেড়পাড়ার লিটনকে ১৫ গ্রাম গাঁজা সহ আটক করে।