রাজনীতি

মেহেরপুরে ৪টি বিএনপি, ৪টি আ.লীগ এবং ১টিতে আ.লীগ বিদ্রোহী বিজয়ী

By মেহেরপুর নিউজ

May 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ মে: ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে আ.লীগ ৪টিতে, বিএনপি ৪টিতে এবং আ.লীগের বিদ্রোহী ১টিতে বিজয়ী হয়েছেন। বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন: ধানখোলা ইউনিয়নে আখেরুজ্জামান, ষোলটাকায় মনিরুজ্জামান, তেতুঁলবাড়িয়ায় , কাজিপুরে । আ.লীগ বিজয়ী প্রার্থীরা হলেন: রাইপুরে গোলাম সাকলায়েন সেপু, বামন্দিতে শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলীতে মিজানুর রহমান রানা, সাহারবাটিতে গোলাম ফারুক। একমাত্র আ.লীগের বিজয়ী প্রার্থী হলেন মটমুড়া ইউনিয়নে সোহেল আহমেদ। রাইপুর ইউনিয়নে ৫ হাজার ২২০ ভোট পেয়ে আ.লীগ প্রার্থী সাকলাইন সেপু (নৌকা)  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আলফাজ উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৬৫৮ ভোট। ধানখোলা ইউনিয়নে ১১ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী আখেরুজ্জামান (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ.লীগ প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৯ হাজার ৫৮৫ ভোট। ষোলটাকা ইউনিয়নে ৬ হাজার ৩৫ ভোট পেয়ে বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ.লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলী (আনারস) পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট। কাথুলী ইউনিয়নে ৭ হাজার ৩৫৮ ভোট পেয়ে আ.লীগ প্রার্থী মিজানুর রহমান রানা  (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ.লীগের বিদ্রোহী প্রার্থী শিহাব উদ্দিন (দুটি পাতা) পেয়েছেন ৭ হাজার ১১১ ভোট। মটমুড়া ইউনিয়নে ১০ হাজার ৫৩৫ ভোট পেয়ে আ.লীগ বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ (আনারস) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির হামিদুল হত (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৮৯৪ ভোট। সাহারবাটি ইউনিয়নে ৫ হাজার ২২০ ভোট পেয়ে আ.লীগ প্রার্থী গোলাম ফারুক (নৌকা)  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির বাশিরুল আজিজ বিশ্বাস (ধানের শীষ)  পেয়েছেন ৪ হাজার ৬৫৮ ভোট। বামুন্দি ইউনিয়নে ৭ হাজার ৩১৩ ভোট পেয়ে আ.লীগ প্রার্থী শহিদুল ইসলাম বিশ্বাস (নৌকা)  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ.লীগের বিদ্রোহী প্রার্থী হবিবুর রহমান হবি ( আনারস) পেয়েছেন ৫ হাজার ২০৩ ভোট। তেতুঁলবাড়িয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। কাজীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী রহমতুল্লাহ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ.লীগের আবু নাতেক।