বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪’শ ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরনের কার্যক্রম শুরু

By মেহেরপুর নিউজ

January 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন কার্যক্রম  শুরু করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন এ কর্মসূচীর উদ্বোধন করেন। আজ মঙ্গলবার সকালে  বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী। উল্লেখ্য,জেলার ৪৬১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ৪ লাখ ৬৮ হাজার বই বিতরন করা হয়।