আইন-আদালত

মেহেরপুরে ৪২টি ভারতীয় টায়ারসহ পাঁচ চোরাকারবারী আটক

By মেহেরপুর নিউজ

March 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠ সংলগ্ন একটি সড়ক থেকে ৪২টি মাইক্রোবাসের টায়ারসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ব্যবহার করা শ্যালো ইঞ্জিন চালিত আলগামনটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত টায়ারের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা হবে।

সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এস আই শেখ আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

আটক চোরাকারবারীরা হলেন: গাংনী উপজেলার পলাশিপাড়ার আনসার আলীর ছেলে বাবু হোসেন, নিশিপুর গ্রামের আজগর আলীর ছেলে মিজানুর রহমান, তেতুলবাড়িয়া গ্রামের সোহরাউদ্দিনের ছেলেন শরিফু ইসলাম, করমদি গ্রামের খবির উদ্দিসের ছেলে মোখলেসুর রহমান, কুষ্টিয়ার দৌলতুপর উপজেলার মথুরাপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে বাদল শেখ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে ৪২টি টায়ারসহ তাদের আটক করা হয়। আটকৃতরা টায়ারে বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি। এ ব্যাপারে গাংনী থানায় মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হবে ।