অন্যান্য

মেহেরপুরে ৪৩ তম জাতীয় সমবায় দিবস-২০১৪ পালিত

By মেহেরপুর নিউজ

November 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যেগে  মেহেরপুরে ৪৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ৯ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক এর কার্য়ালয় থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে র‌্যালীর মধ্যে দিয়ে সমবায় দিবসের সূচনা করা হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতীয় সংগীতের শুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমবায়ীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সমবায় পরিদর্শক মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসকার আলী, জেলা মৎসজীবী সমবায় প্রতিনিধি সহিদ সাদেক হোসেন বাবুল। আলোচনায় প্রতিপাদ্য বিষয়ে মূল আলোচনা করেন মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আব্দুল জলিল, আব্দুল মানান্ন, আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ, জন প্রভঞ্জন বিশ্বাস, খুদিরাম হালদার প্রমুখ। পরে শ্রেষ্ট সমবায় পুরস্কার প্রদান করা হয় এতে জেলা পর্যায়ে শ্রেষ্ট সমবায় সমিতি হিসাবে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও শ্রেষ্ট সমবায়ী হিসাবে চাঁদবিল মৎসজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি খুদিরাম হালদারকে এবং উপজেলা পর্যায়ে ভৈরব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও রতনপুর মহিলা সমবায় সমিতি লিঃ কে এবং শ্রেষ্ট সমবায়ী হিবাবে আল-ফালাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাফর আলীকে পুরস্কার প্রদান করা হয়।