ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বিনম্র শ্রদ্ধা ও উৎসবমূখর পরিবেশে ৪৩ তম মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু

By মেহেরপুর নিউজ

December 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে/জ্বলন্ত ঘোষনার ধ্বনি-প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে,দামামা বাজিয়ে দিগ্বিদিক/এই বাংলায়/তোমাকে আসতেই হবে,হে স্বাধীনতা- – – কবি সামসুর রহমানের এই কবিতা ৭১ সালে সত্যি হয়ে দেখা দিয়ে ছিলো বাঙালির জীবনে।

আজ ১৬ ডিসেম্বর। ৪৩ তম মহান বিজয় দিবস। এবারের বিজয় দিবস এসেছে সম্পূর্ন নতন প্রেক্ষাপটে। আর এ উপলক্ষে সারা বাংলাদেশে দিবসটি পলিত হচ্ছে এক নতুন আমেজ ও উদ্দিপনায়। মেহেরপুরেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবেসটির কর্মসুচী শুরু হয়েছে।

আজ সোমবার ভোর ৬টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।  মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ কর্মসূচী পালন করে।

পরে সকাল সাড়ে ৬টায় মেহেরপুর সরকারী কলেজ মোড়ের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রথমে পুষ্পার্ঘ অর্পন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। একে একে মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর ১ আসনের আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন দোদুল,

মেহেরপুর সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ ড. প্রফেসর এবিএম রেজাউল করিম, মেহেরপুর সরকারী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ ড.প্রফেসর শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ,এলজিউডি নির্বাহী প্রক্যেশলী, গনপূর্তর পক্ষে নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর পৌরসভার পক্ষে মেয়র মোতাছিম বিল্লাহ মতু, বিএমএ ও স্বাচিপ’র পক্ষে ডা. আবু তাহের সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিল্পকলা একাডেমী, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বিএটিবি, জেলা আওয়ামীলীগের পক্ষে এমপি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের পক্ষে আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের পক্ষে সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা কৃষকরীগ,জেলা ছাত্রলীগের পক্ষে সাফুয়ান আহমেদ রুপকসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিকসংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন। এছাড়া সূর্যদয়ের সাথে প্রতিটি সরকারী বেসরকারী অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আমঝুপি থেকে ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম জানান,

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতীয় পতাকা উত্তোলন ,পুষ্পার্ঘ অর্পন,র‌্যালীর মধ্যে দিয়ে দিবসসটি পালন করেছে। দিবসের শুরুতে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সভাপতি বোরহান উদ্দিন চুন্নু ও সেক্রেটারী মতিয়ার রহমান আমঝুপি মাধ্যমিক বিদ্যালের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন। এছাড়া আমঝুপি ইউসিয়ন পরিষদের চেয়রম্যান সাইফুল ইসলাম,আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী,ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন,ওমর ফারুক লিটন,আমঝুপি পাবলিক ক্লাবের পক্ষে সভাপতি সাইফুল ইসলাম,সহসভাপতি মতিউল আশরাফ,সেক্রেটারী সাইদুর রহমান,সিংহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক জাহিদুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মদ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন। পর আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালিটি আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।