বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪৭ তম শীতকালীন ক্রিকেটে মিয়ামুনছুর একাডেমী জয়ী

By মেহেরপুর নিউজ

December 28, 2017

মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী ৪৭ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক ও প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতার ক্রিকেট উদ্বোধনী খেলার মিয়ামুনছুর একাডেমী ১৭ রানে গাংনী পাইলট বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মিয়া মুনছুর একাডেমী ১৫ ওভারে ৭ উইকেটে ১০৫ রান করে। দলের পক্ষে মামুন ৩৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে গাংনী পাইলট বিদ্যালয় ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯০ রান করেন। দলের পক্ষে শুভ ১৬ রান করে।