বিনোদন

মেহেরপুরে ৫দিন ব্যাপী মুজিবনগর নাট্য দিবস শেষ ।। শেষ দিনে মঞ্চায়ন ”মেরাজ ফকিরের মা”

By মেহেরপুর নিউজ

May 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় ৫ দিন ব্যাপী মুজিবনগর নাট্য দিবস শেষ হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান।পরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাটক ”মেরাজ ফকিরের মা” মঞ্চায়ন করা হয়। শ্বাশত নিপ্পনের নির্দেশনায় ”মেরাজ ফকিরের মা” নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাইদুর রহমান, শ্বাশত নিপ্পন, মরিয়ম শেলী, আব্দুল মান্না, আব্দুস সামাদ, ওয়াদুদ, মিজানুর রহমান মিঠু, তীর্থ সাহা প্রমুখ।