আইন-আদালত

মেহেরপুরে ৫ ইটভাটা মালিককে প্রায় তিনলক্ষ টাকা অর্থদন্ড

By মেহেরপুর নিউজ

March 03, 2020

মেহেরপুর প্রতিনিধি : রাস্তায় মাটি ফেলে জনদূভোর্গ সৃষ্টির অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার পাঁচ ইটভাটা মালিককে ২ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান। মঙ্গলবার বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত গাংনী উপজেলার জোড়পুকুরিয়া, বামুন্দী ও গাংনী থানাপাড়া এলাকাতে এ অভিযান চালান তিনি। গাংনী থানাপাড়া এলাকার স্বপন ইটভাটার মালিক স্বপন আলীকে ৩০ হাজার টাকা, একইপাড়ার দোয়েল ইটভাটার মালিক রুহুল আমীনকে ৬০ হাজার টাকা, বামন্দীর এনএএসবি ইটভাটার মালিক আব্দুল আওয়ালকে ৫০ হাজার টাকা, এমএসআরএফএল ইটভাটার মালিক লিটন হোসেনকে ৬০ হাজার টাকা ও বিশ্বাস ইটভাটার মালিক চঞ্চল হোসেনকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান জানান, ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে জনদূভোর্গ সৃষ্টির অভিযোগে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। একই সাথে রাস্তা পরিস্কার করে দেওয়ার নির্দশ দেওয়া হয়েছে। এর আগে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া বাজারে ইটভাটার মাটি রাস্তায় পড়ে কাঁদা হওয়ার কারনে মঙ্গলবার সকাল ৬ থেকে ৯ টা পর্যন্ত ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। যানচলাচল বন্ধ থাকায় রাস্তার দু’পাশে কয়েক‘শ গাড়ি আটকা পড়ে। এতে চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। রাস্তায় মাটি ফেলে দূর্ভোগ সৃষ্টির ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করে যাত্রী ও বাস ট্রাক শ্রমিকরা। স্থানীয়রা জানান,আবাদি জমি কেটে পুকুর ভরাট ও ইটভাটায় মাটি কেটে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে কাঁদার সৃষ্টি হচ্ছে।