মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের টেংরামারী গ্রামের মাঠে নাতি জামাইয়ের ৫ শতাধিক কলা গাছ কেটে তছরুপাত করেছে তারই নানা শ্বশুর।
শনিবার দিবাগত রাতে টেংরামারী গ্রামের মাঠে ৫ শতাধিক কলা গাছ কাটা অবস্থায় পাওয়া যায়। টেংরামারী গ্রামের ফজলুল হকের ছেলে সাইফুল ইসলাম ডালিম জানায়, সে ৩ বছরের চুক্তিতে তারাই নানা শ্বশুর একই গ্রামের দেলবার শেখের ছেলে ধুরাই শেখের থেকে প্রতি বছরের জন্য ১৬ হাজার ৮ শ টাকা দিয়ে জমি লিজ নিয়ে কলার চাষ শুরু করি।
চুক্তি অনুযায়ী আরো ৩ মাস পর আমার জমির ছেড়ে দেওয়ার কথা। কিন্তু আমার নানা শ্বশুর আমাকে না জানিয়ে জমিতে লাগানো ৫ শতাধিক কলা গাছ কেটে তসরুপাত করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ডালিম জানান।