ফুটবল

মেহেরপুরে ৬ জুন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 30, 2021

মেহেরপুর নিউজ:

আগামী ৬ জুন থেকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব “১৭” অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত জেলা পর্যায়ে টুর্ণামেন্টেট উদ্বোধনের দিন বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন গাংনী উপজেলার চ্যাম্পিয়ন এর সাথে এবং পরদিন মেহেরপুর পৌরসভা মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা চ্যাম্পিয়ন দলের সঙ্গে মোকাবেলা করবে। ৮ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিকে জেলা পর্যায়ে খেলা সম্পন্ন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জুমের মাধ্যমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ এর সভাপতিত্বে জুমের মাধ্যমে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,বিপি পল্লব ভট্টাচার্য, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।