বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৬ দফা দাবিতে সিএইচসিপি’র কর্মবিরতী

By মেহেরপুর নিউজ

January 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী: মেহেরপুরে ৬ দফা দাবিতে কর্মবিরতী পালন ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি)’র মেহেরপুর জেলা দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি।

মঙ্গলবার সকালে জেলা কমিটির সভাপতি ফরিদুজ্জামান রিপনের নেতৃত্বে কর্মবিরতী কর্মসূচি পালন করা হয়।

এসময় জেলা সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য শিরিন আক্তার শিলা, মিরাজুল ইসলাম মুহিত, শারিফুল ইসলাম, রবিউল ইসলাম, মামনুর রশিদ, শাহিন উদ্দিন সবুজ, সামারুল ইসলাম, ইমরান হোসেন, সফিকুল ইসলম সেভানে উপস্থিত ছিলেন। পরে ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।