মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে: বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭ দফা দাবী আদায়ের লক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইনস্টিটিউশনের মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মাকবুলার রহমানের নেতৃত্বে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় ইনস্টিটিউশনের সদর উপজেলার সাধারন সম্পাদক শ্রী সুবোল চন্দ্র মন্ডল, জেলা নির্বাহী কমিটির সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম, সদস্য সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফজলুর রহমান, নাজমূল হক, সদস্য পিআইও বেগম নাদিয়া ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।