বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৭ দিন ব্যাপী নাট্য কর্মশালার সনদ বিতরণ

By মেহেরপুর নিউজ

August 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মেহেরপুরে ৭ দিন ব্যাপী নাট্য কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে ৭ দিন ব্যাপী নাটক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,নাট্য বিষয়ক সম্পাদক শাশ্বত স্বপন চক্রবর্ত্তী, ঢাকা আরণ্যক-এর প্রশিক্ষক শামীমা শওকত লাভলী প্রমূখ উপস্থিত ছিলেন।