বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৭ হাজার ২ শ ২১ জন এইচএসসি পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

April 01, 2019

মেহেরপুর নিউজ, ১ এপ্রিল : সারা দেশের ন্যায় মেহেরপুরও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। চলতি সালে মেহেরপুর জেলার ৭ হাজার ২শ ২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এর মধ্যে এইচএসসি ৫ হাজার ১শ ৬ জন, এইচএসসি ব্যবসা ব্যস্থাপনা ১ হাজার ৬ শ ৬৪ জন, বিএমএ ২শ ৮৭ জন এবং আলীম পরীক্ষায় ১শ ৬৪ জন পরীক্ষা দিচ্ছে। মেহেরপুর জেলার ৩টি উপজেলায় মোট ৭টি কেন্দ্রে ৫ হাজার ১ শ ৬ জন পরীক্ষা দিচ্ছে।

এর মধ্যে মেহেরপুর সরকারী কলেজ কেন্দ্রে ৮শ ৯৪ জন, সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ১১ জন, মেহেরপুর পৌর কলেজ কেন্দ্রে ৫ শ ৬১ জন, গাংনী সরকারী ডিগ্রী কলেজে ৪শ ৯১ জন, গাংনী মহিলা ডিগ্রী কলেজে ৬শ ২৪ জন, বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজে ৫ শ ৬৮ জন, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩ শ৮৪ জন, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজে ১ শ ৪৭ জন দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ শ ৬৪ পরীক্ষা দিচ্ছে।

এদিকে ব্যবসা ব্যবস্থাপনা বিভাগে মেহেরপুর মাধমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজে ২শ ৯৬ জন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৮২ জন, গাংনী পাইলট মাধমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল এন্ড কলেজে ১ হাজার ১০ জন, মুজিবনগর ডিগ্রী কলেজে ১ শ ৭৬ জন, ভকেশনাল মাধমিক বালিকা বিদ্যালয় এনবিএম কলেজ কেন্দ্রে ২শ ৮৭ জন এবং আলীম পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ শ ৬৪ জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌফিকুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।