বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণ ।। অপহরণের ৬ ঘন্টা পর ঝিনাইদহ থেকে উদ্ধার।। অপহরক রনি আটক

By মেহেরপুর নিউজ

August 24, 2012

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী পিংকি স্কুলে যাওয়ার পথে অপহরনকারী চক্রের নেতা রনি তাকে পথ থেকে অপহরন করে নিয়ে যায়। পিংকি মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আক্কাচ আলী’র মেয়ে। অপহরনের ৬ ঘন্টার মাথায় মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে মেহেরপুর পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীর তৎপরতায় অবশেষে অপহৃত স্কুল ছাত্রী পিংকি ও অপহরক রনিকে ঝিনাইদহ পৌর পার্ক থেকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে দু’জনকে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করে ঝিনাইদহ পুলিশ। শুক্রবার দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশ আটক অপহরক রনিকে  আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু দমন আইনের ৭ ধারায় মেয়ের পিতা আক্কাচ আলী  বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার নং ২০,তাং-২৩-০৮-১২ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই)আমির হোসেন জানান,বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্কুল যাওয়ার পথে মেহেরপুর শহর থেকে চাঁদপুর জেলার গভিন্দিয়া গ্রামের হোসেন শেখের ছেলে আবুল হাসনাত রনি  পিংক কে অপহরণ করে। অপরহণ করে নিয়ে ঝিনাইদহ পৌরপার্কে বসে তার অপর সাথিদের অপেক্ষা করার সময় পুলিশ তাদের আটক করেন। পরে ঝিনাইদহ পুলিশ আটক অপহরকসহ স্কুল ছাত্রী পিংকিকে শুক্রবার মধ্যরাতে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করেন। মেহেরপুর সদর থানা পুলিশ উদ্ধারকৃত স্কুল ছাত্রী পিংকীকে রাতেই তার পিতার হেফাজতে দেন। তবে ,আটক অপহরক রনি সাংবাদিকদের জানান,আমি পিংকীকে অপহরণ করিনি। এক বছর যাবৎ মোবাইলের মাধ্যমে প্রেম করে ঘর বাঁধার আশায় অজানার উদ্যোশে পাড়ি দিয়েছিলাম দু’জনে।