শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে ৮৫৬৪ জেএসসি ও ৮৭২ জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে

By মেহেরপুর নিউজ

November 01, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: আজ মঙ্গলবার সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মেহেরপুর জেলার ৩ টি উপজেলায় মোট ৮৫৬৪ জন জেএসসি ও ৮৭২ জন জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন সব ধরনের প্রস্তুতি ইতিমমধ্যে সম্পন্ন হয়েছে। জানা গেছে, এ বছর মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে মেহেরপুর শহরের ২টি মূল কেন্দ্রসহ ৩ টি কেন্দ্রে ৩ হাজার ১৯৩ জন, গাংনী উপজেলায় ২ টি কেন্দ্রে ৪ হাজার এবং মুজিবনগর উপজেলা একটি কেন্দ্রে এক হাজার ৩৭১ জন জেএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। একই সাথে জেডিসি পরীক্ষায় মেহেরপুর সদরের এক মাত্র কেন্দ্র মেহেরপুর দারুল উলুম আহমদীয়া আলীম মাদ্রাসায় ৫১৬ জন, গাংনী উপজেলার গাংনী সিদ্দিকীয়া মাদ্রসায় ২২৬ জন ও মুজিবনগর উপজেলার মানিকনগর ডিএস মাদ্রাসায় ১৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।