রাজনীতি

মেহেরপুরে ৮ জামায়াত কর্মীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

November 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: নাশকতার আশংকায় মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনীতে ৪, সদরে ২ ও মুজিবনগরে ২ জন রয়েছে। এদিকে হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন গুরত্বপূর্ পয়েন্টে তাদের টহল অব্যহত রয়েছে।

আটকরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আব্দুল মজিদের ছেলে মিনারুল ইসলাম (৩২), মজিরুল ইসলামের ছেলে সুমন হোসেন (২১), সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া এলাকার সফফুর আলীর ছেলে আনসার আলী (৪৫), গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আজিজুল হকের ছেলে নাজমুল হুদা (৪০), মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের জামাত আলীর ছেলে বাবর আলী (৪৫) ও বাগোয়ান গ্রামের নবী শেখের ছেলে ইউসুব আলী (৪২), সদর উপজেলার যাদবপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল বারীর ছেলে রবিউল ইসলাম (৩২)। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ রবিবার দিনগত রাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে এদের আটক করেন। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ১৯ দলীয় জোটের হরতালে রাস্তার গাছ কেটে সড়ক অবরোধ, নাশকতা সৃষ্টিসহ পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। অপরদিকে, গাংনী থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম জানান, সোমবার ভোররাতের দিকে মাদক ও বিভিন্ন অভিযোগে গাংনী থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে বাচ্চু (৩৫), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সেপ্টু (৩৫), চৌগাছা গ্রামের আব্দুস সামাদের ছেলে রতন (৪০) ও ৮ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত জহির উদ্দীনের ছেলে মহম্মদ আলী (৪৫)। আটকদের ব্যাপারে যাছাই বাছাই চলছে বলে জানান ওসি রিয়াজুল ইসলাম।