আইন-আদালত

মেহেরপুরে ৯ জুয়াড়ির জরিমানা

By মেহেরপুর নিউজ

December 27, 2015

মেহেরপুর নিউজ, ২৭ ডিসেম্বর: মেহেরপুরে জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়ির কাছে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুরের এনডিসি মোহাম্মদ নুর-ই আলম এ আদালত পরিচালনা করেন। দন্ডিত জুয়াড়িরা হলেন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আসলাম মন্ডল, আব্দুল হালিম, আজিম উদ্দিন, দুখু মিয়া ও মাহাবুব এবং খোকসা গ্রামের বাদল, মিরাজ খান, হাসানুল আজিজুল ও নরুল হক নামের ৯ জুয়াড়ীর প্রত্যেককের কাছে থেকে ১০০ টাকা করে জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালতের বিচারক।

এর আগে মেহেরপুর ডিবি পুলিশের এসআই শেখ আরশাদ আলী নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ও খোকসা গ্রামে অভিযান চালিয়ে জুয়াখেলার সময় তাদের আটক করেন।