মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি প্রাঙ্গনে সমিতির বার্ষিক সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামতউল্লাহ ভুঁইয়া। বক্তব্য রাখেন এন ডি সি মোঃ আসলামউদ্দিন, জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সম্পাদক কে এল কর প্রমুখ। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।