ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুর অরনি থিয়েটারের চৈত্র সংক্রান্ত্রী ও বিদায়ী বর্ষ পালন

By মেহেরপুর নিউজ

April 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ এপ্রিল: মেহেরপুর অরনি থিয়েটারের উদ্যোগে   চৈত্র সংক্রান্ত্রী ও বিদায়ী বর্ষ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসের প্রদর্শনীর আয়োজন করা হয়। শুক্রবার রাতে মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলানায়তনে অরনির সভাপতি নিশান সাবের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অরনির শিল্পিরা সঙ্গিত পরিবেশন করে। পরে মেহেরপুর সরকারি কলেজের পরিবেশনায় মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক ৬ ডিসেম্বর মঞ্চস্থ হয়। নিশান সাবেরের নির্দেশনায় নাটক ৬ ডিসেম্বরের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাসুদ রানা, রাজ্জাক, রাজু, শাহীন, প্রীতি, স্মৃতি, ফাইমা, ওয়াসিম, আলমগীর, নূর ইসলাম, মনির, মারফত, অনিক, সামারুল প্রমুখ। এর আগে মেহেরপুরের বিশিষ্ট ভাষা সৈনিক ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকের উদ্বোধন করেন।