অন্যান্য

মেহেরপুর অরনী থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: মেহেরপুর অরনী থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধায় মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অরনীর সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অরনীর সদস্য মিতালী, সোহাগ, আলমগীর, ওয়াসিম, লাজুক, আনোয়ার, কমল, সোহেল, শুভ, সজল প্রমুখ।