আইন-আদালত

মেহেরপুর আদালতে সাবেক মন্ত্রীর স্ত্রীসহ ছয়জনের হাজিরা, কারাগারে পাঠানো হয়েছে সবাইকে

By Meherpur News

July 29, 2025

মেহেরপুর নিউজ:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামসহ ছয়জনকে মেহেরপুর আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মেহেরপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার পূর্বনির্ধারিত তারিখে তাঁদের আদালতে হাজির করা হয়।

জুয়েলা রানা মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। দরুদ আলী মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং আমদহ ইউনিয়নের সদস্য। আসলাম খান পিন্টু মেহেরপুর শহরের লর্ড মার্কেটে এলাকার বিশু খাঁর ছেলে , রাশেদুল ইসলাম আনন্দ মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ার আব্দুল বারির ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সামিরুল গোলাম হোসেনের ছেলে।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ঢাকার ইস্কাটন এলাকা থেকে সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তারা। পরে তাঁকে মেহেরপুরে এনে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে,  জুয়েলা রানা, রাশেদুল ইসলাম আনন্দ, আসলাম খান পিন্টু, দরুদ আলী ও সামিরুল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।