বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফায়ারিং অনুশীলন

By Meherpur News

May 04, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মোতাবেক মেহেরপুর জেলায় চলমান ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড কোর্সের ৫০ জন প্রশিক্ষণার্থীদের ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ রেফারিং অনুশীলন অনুষ্ঠিত হয়।

অনুশীলনের সময় ফায়ারিং বাটে উপস্থিত ছিলেন অত্র প্রশিক্ষণের ক্যাম্প অধিনায়ক ও কোর্স ওআইসি মোঃ কামরুজজামান, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, মেহেরপুর এবং ক্যাম্প উপ-অধিনায়ক ও কোর্স অ্যাডজুট্যান্ট সাইদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গাংনী। এ ছাড়াও কোর্সের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উক্ত ফায়ারিং অনুশীলন উপস্থিত ছিলেন। কোন প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়া সুষ্ঠু ও সফলভাবে রেফারিং অনুশীলন সম্পন্ন হয়েছে।