বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আর আর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

June 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ জুন: মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। শনিবার দুপুরের দিকে জেলা  প্রশাসক আর আর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শন শেষে উপস্থিত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান সহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষকদের প্রতি আহবান জানান। এর আগে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নেন।