কৃষি সমাচার

মেহেরপুর আশরাফপুর মাঠে সুইজগেট ভেঙে ৫শ’একর জমির আবাদ সংকটেরমুখে

By মেহেরপুর নিউজ

October 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাঠে নির্মিত সুইজ গেটের চাবি ভেঙে পড়ায় পানি আসা-যাওয়া করতে না পারায় প্রায় ৫শ’ একর জমির আবাদ সংকটের মুখে পড়েছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর-ভবানীপুর সড়কের মাঝামাঝি স্থানে ২০০২ সালের দিকে এলজিইডি’র সহযোগিতায় সুইজ গেট নির্মান করা হয়। ওই সড়কের পশ্চিমপ্রান্তে আশরাফপুর বিল এবং পূর্ব প্রান্তে ভৈরব নদের অবস্থান হওয়ায় গুরুত্বপূর্ন ওই সুইজ গেটটি শুষ্ক মৌসুমে আবাদি জমিতে সেচ দেওয়ার কাজে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রায় ৩ বছর পূর্বে গেটের চাবি ভেঙে যাওয়ার ফলে গেটের বিশাল আকারের লোহার পে­ট নীচে আটকে রয়েছে। যে কারনে ওই গেট দিয়ে পানি আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। সুইজ গেটের চাবি সংস্কার না করার ফলে আশরাফপুরের পশ্চিম প্রান্তে অবস্থিত বিলে পানি বোঝাই হওয়ার কারনে আশরাফপুর, আমদহ, ভবানীপুর, টেংরামারী গ্রামের প্রায় ৫শ’ একর আবাদি জমি হুমকীর মুখে পড়েছে। এলাকাবাসী সুইজ গেটের চাবি মেরামত করার জন্য মেহেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা সত্বেও কোন কাজ হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।